শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ জুন ২০২৪ ১৭ : ০৮Riya Patra
মিল্টন সেন, হুগলি: জেল বর্তমানে প্রকৃত সংশোধনাগারে উন্নীত হয়েছে। সেই উদাহরণ স্পষ্ট করেছে যাবজ্জীবন সাজা প্রাপ্ত এক বন্দীর ইতিহাস গবেষণা। সম্প্রতি হুগলি সংশোধনাগার থেকেই এক বন্দী, অর্ণব দাম শুরু করেছেন তাঁর পিএইচডির প্রস্তুতি। এই উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ। বইপত্র থেকে পড়াশোনা করার পরিবেশ সব কিছুরই সুযোগ তাঁকে করে দেওয়া হয়েছে চার দেওয়ালের মধ্যেই। বুধবার পুলিশের গাড়িতে পরীক্ষা দিতে হুগলি সংশোধনাগার থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।
তথাকথিত সেই জেলের ভেতরে বর্তমানে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। সেখানে রয়েছে পড়াশোনা করার যথাযথ ব্যাবস্থা। রয়েছে নানান সংবাদপত্র এবং অসংখ্য বইয়ের সম্ভার। ফুলের বাগান। বন্দীদের মানসিক স্থিরতা আনতে চলে নিয়মিত কাউন্সেলিং। পাশাপাশি রয়েছে পছন্দ মতো নানান রকমের ট্রেনিং এর ব্যাবস্থা। শেখানো হয় হাতের কাজ, সেলাই। টেলিভিশন দেখা থেকে গান শোনার সব রকম ব্যাবস্থা রয়েছে সেখানে। একইসঙ্গে ওই চার দেওয়ালের মাঝে থাকা সকলকে নিয়ে পালন করা হয় থাকে সর্ব ধর্মের যাবতীয় উৎসব। বাইরে থেকে অনেক কিছু মনে হলেও গত কয়েক বছরে জেলের ভেতরের অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। পরিকাঠামোগত এবং পরিবেশগত ভাবেও চার দেওয়ালের ভেতরের অবস্থা আর আগের মতো নেই। বাস্তবেই জেল থেকে সেটা সংশোধনাগারে রূপান্তরিত হয়েছে। জেল থেকে সংশোধনাগারে উন্নীত করার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের তরফে নেওয়া এই পদক্ষেপ কঠিন হলেও কার্যত অনেকটাই সফল। তার প্রকৃত উদাহরণ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব দাম। অনেকেই হয়তো এই নামের সঙ্গে পূর্ব পরিচিত। কারণ, এই নাম শুনলে শিলদা পুলিশ ক্যাম্পে ভয়াবহ সেই মাওবাদী হামলার কথা মনে পরে যাওয়াটা খুবই স্বাভাবিক। একদা মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন বছর পয়তাল্লিশের এই ব্যক্তি। চলতি বছরের গত মাস তিনেক ধরে অর্ণব হুগলি সংশোধনাগারে বন্দি রয়েছেন। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি তাঁকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা আদালত। অর্ণব পশ্চিম মেদিমীপুরের শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন। সাজা ঘোষণার পর কিছুদিন তাঁকে রাখা হয় মেদিনীপুর সংশোধনাগারে। গত ১৭ মার্চ ২০২৪ তাঁকে আনা হয় হুগলি সংশোধনাগারে। তার পর থেকে সেখানেই বন্দী রয়েছেন অর্ণব। কলকাতার বাসিন্দা শিক্ষিত বর্ধিষ্ণু পরিবারের সন্তান অর্ণব। বরাবরই মেধাবী। ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছেন। সাজা ঘোষণার আগে বেশ কিছুদিন বেল পেয়ে বাইরে ছিলেন। আর জেলের বাইরে থাকা কালীন সময়ে সে তাঁর স্নাতকোত্তর সম্পূর্ণ করে। মেদিনীপুর সংশোধনাগারে থাকা কালীন বেশ কিছুদিন আগে আদালতের কাছে সে পিএইচডি করার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন। জানিয়েছিলেন ইতিহাস নিয়ে তাঁর গবেষণা করার ইচ্ছের কথা। আদালতের বিচারক অর্ণবের সেই আর্জি নথিভুক্তও করে সংশ্লিষ্ট কতৃপক্ষকে তা বিবেচনা করার কথা বলেছিলেন। তার পরেই রাজ্য কারা কর্তৃপক্ষের অনুমোদনের পরই অর্ণব পি এইচ ডির প্রস্তুতি শুরু করে। পাশাপাশি কর্তৃপক্ষ অনুমতি দেওয়ায় পরই ইন্টারভিউর ব্যবস্থা করা হয়। এদিন পুলিশি নিরাপত্তায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সশরীরে হাজির হয়ে মৌখিক ইন্টারভিউ দেন অর্ণব।
হুগলি জেল সূত্রে জানা গেছে, জেলের ভালো ভিতরে থাকা কালীন সবসময় পড়াশোনা নিয়েই থাকতো সে।সংশোধনাগারে থাকা গ্রন্থাগারের নানা বই নিয়ে পড়াশোনা করতো অর্ণব। মৌখিক ইন্টারভিউ তে পাশ করলে চার দেওয়ালের মাঝে বন্দী দশায় অফুরন্ত সময় তিনি ব্যয় করবেন ইতিহাস গবেষণায়।
ছবি সংগৃহীত।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মাদক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, আগাম জামিন চাইতে গিয়ে জুটলো জেল ...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...